এক সালামে চার রাকাত তারাবিহ আদায়ের বিধান

রমজানে তারাবিহ অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সাওয়াব লাভের আশায় রমজানের রাতের দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ আদায় করবে, তার আগের সব গুনাহ ক্ষমা করে দেয়া হবে। (সহিহ বুখারি, সহিহ মুসলিম)

তারাবিহ আদায়ের সঠিক নিয়ম হলো দুরাকাত করে পড়া। ইচ্ছাকৃত চার রাকাত এক সাথে আদায় করা ঠিক নয়। তবে কেউ যদি এক সালামে চার রাকাত তারাবিহ আদায় করে, তাহলে চার রাকাতই তারাবিহ গণ্য হবে এবং নামাজের কোনো ক্ষতি হবে না।

আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত রয়েছে, একদিন নবিজি যখন মিম্বরে বসে ছিলেন, একজন সাহাবি নবিজিকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) প্রশ্ন করলেন, আপনি রাতের নামাজ কিভাবে আদায় করতে বলেন? তিনি বললেন, দুরাকাত করে আদায় করবে। (সহিহ বুখারি: ৪৫৮)