প্রস্তুতি ম্যাচে বড় ঝাঁকুনি খেল বাংলাদেশ

প্রস্তুতি ম্যাচে ব্যাটিং-বোলিং কিছুই ভালো হয়নি বাংলাদেশের। কনকনে ঠাণ্ডা বাতাসে ধুঁকলো টাইগাররা। রবিবার হিলস ক্রিকেট ক্লাব মাঠে আয়ারল্যান্ড ‘এ’ দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচে ৮৮ রানে হেরেছে বাংলাদেশ। আয়ারল্যান্ড উলভস নামে পরিচিত আইরিশদের ‘এ’ দল ৫০ ওভারে ৩০৭ রান করে। মাঠ ও উইকেট বিবেচনায় রান তাড়া করার মতোই ছিল। কিন্তু বাংলাদেশ গুটিয়ে যায় ২১৯ রানে।

এ ম্যাচে খেলেননি মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, সাইফ উদ্দিন, আবু জায়েদ, নাঈম হাসান ও ইয়াসির আলি। নেতৃত্ব দিয়েছেন সাকিব আল হাসান।

আয়ারল্যান্ড উলভস: ৫০ ওভারে ৩০৭/৮ (টেক্টর ১৫, ম্যাককলাম ১০২, শ্যানন ১৮, সিমি ৯১, টেক্টর ৮, গেটকেক ৯, ডোহেনি ১, রক ৯, কেইন ২৭*, ইয়াং ১২*; রুবেল ৯-০-৬৩-২, তাসকিন ১০-০-৬৬-৩, ফরহাদ ১০-০-৬৬-১, সাকিব ১০-১-৩০-১, মিরাজ ৬-০-৪৪-১, সাব্বির ৫-০-৩৫-০)।

বাংলাদেশ: ৪২.৪ ওভারে ২১৯ (তামিম ২১, লিটন ২৬, সাকিব ৫৪, মুশফিক ১১, মিঠুন ১৩, মাহমুদউল্লাহ ৩৭, সাব্বির ০, মিরাজ ৫, ফরহাদ ১৫, তাসকিন ১৪, রুবেল ২*; ইয়াং ৭.৪-০-৩০-১, কেইন ৯-২-৩৮-২, চেইস ৭-০-২৯-১, গেটকেক ৯-০-৫৭-১, সিমি ৯-০-৫১-৪, টেক্টর ১-০-৯-০)

Scroll to Top