ভুল আম্পায়ারিংয়ের শিকার ধোনি! রান আউট নিয়ে প্রশ্ন

ধোনি-জাদেজার দুরন্ত জুটিতে সেমি-ফাইনাল জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল ভারত। জাদেজা আউট হওয়ার পর ধোনির রান আউটে ভারতের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যায়। মার্টিন গাপটিলের ডিরেক্ট থ্রোতে উইকেট ভেঙে যেতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন কিউইরা। কিন্তু ধোনির রান আউট প্রশ্ন করেছেন ফ্যানরা।

টুইটারে একটি ভিডিওতে দেখা গেছে, যে বলটিতে ধোনি আউট হন সেটা বৈধ বল ছিল না! একদিনের ক্রিকেটে আইসিসি-র নিয়ম বলছে, থার্ড পাওয়ার প্লে-তে পাঁচ জন ফিল্ডার ৩০ গজ বৃত্তের বাইরে থাকতে পারেন। কিন্তু ধোনি যে বলে রান আউট হন তার আগেই একটি গ্রাফিক্সে দেখা যাচ্ছে ৬ জন নিউ জিল্যান্ডের ফিল্ডার ৩০ গজের বৃত্তের বাইরে রয়েছেন। ১০ বলে তখন ভারতের দরকার আর ২৫ রান।

আম্পায়ার যদি ওই বলটি নো বল কল করতেন তাহলে হয়তো ধোনি দু রান নিতে না। ফ্যানরা বলছেন আম্পায়ার ভুলটা করেছেন। কারণ ওটা নো বল হলে পরের বলটি ফ্রি হিট হতো। হয়তো ম্যাচের ফলাফল অন্যরকম হতেও পারত। জিনিউজ।