ডি কক, টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের নতুন অধিনায়ক

বিশ্বকাপে ভারাডুবির পরপরই জানা গিয়েছিল দক্ষিণ আফ্রিকার অধিনায়ক থাকছেন না ফাফ ডুপ্লেসি। ঠিক তেমনটায় হল এবার। তবে আপাতত প্রোটিয়া ক্রিকেট বোর্ড দেশটির টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করেছে উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডি কককে। আসন্ন ভারতের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটেই দায়িত্ব পাচ্ছেন তিনি।

এর আগেও প্রোটিয়াদের নেতৃত্ব দিয়েছেন ডি কক। তবে সেটা বিক্ষিপ্তভাবে। এবারই প্রথমবারের মতো পুরো সিরিজের দায়িত্ব অর্পন করা হয়েছে এ উইকেটরক্ষক ব্যাটসম্যানের কাঁধে।

১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজ। সেখানে দলটির স্কোয়াডে জায়গা পেয়েছে তিন নতুন মুখ। আন্তর্জাতিক ক্রিকেটে এখনও অভিষেক না হওয়া বর্ন ফরতুইনের সঙ্গে ডাকা হয়েছে টেম্বা বাভুমা এবং এনরিজ নর্ৎজেকে।

কুইন্টন ডি কক (অধিনায়ক), রসি ফন ডার ডুসেন, টেম্বা বাভুমা, জুনিয়র ডালা, বর্ন ফরতুইন, বিউরান হেন্ডরিকস, রেজা হেন্ডরিকস, ডেভিড মিলার, এনরিচ নর্ৎজে, আন্দিল ফেলুকায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি ও জন স্মাটস।

Scroll to Top