গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

হংকংয়ের পর ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশের সামনে দাঁড়াতে পারেনি ভারতও। গ্রুপ \’বি\’র তৃতীয় ম্যাচে বাংলাদেশ ইমার্জিং দলের কাছে উড়ে গেল নেপালও। ওপেনার নাঈম শেখ এবং তিনে নামা ইমার্জিং দলের অধিনায়ক নাজমুল শান্তর ব্যাটে বড় ব্যবধানে হেরেছে নেপাল। মাঠ ছেড়েছে ১৫৬ বল হাতে থাকতে ৮ উইকেটের বিশাল হারে। গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয় নিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।

সোমবার সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে এ ম্যাচেও টস জিতে বোলিং নেয় বাংলাদেশ ইমার্জিং দল। এরপর ইমার্জিং দলের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা সুমন খানের পেস বোলিংয়ে এবং তরুণ লেগ স্পিনার মিনহাজুল আবেদিন আফ্রিদির ঘূর্ণিতে ৪৪.৩ ওভারে ১৩৮ রানে অলআউট হয়ে যায় নেপাল। সফরকারীদের হয়ে নয়ে ব্যাট করতে নামা সম্পাল কামি ৩৮ রান করেন। এছাড়া ওপেনার এবং অধিনায়ক গায়েনন্দ্র মাল্লা ২২ রান করেন।

জবাব দিতে নেমে ভারতে টি-২০ অভিষেক হওয়া নাঈম শেখ ৪৫ রান করে আউট হন। এর আগে প্রথম ম্যাচে ফিফটি পান তিনি। আগের দুই ম্যাচে ফিফটি পাওয়া সৌম্য সরকার ফিরে যান ১১ রান করে। তবে ভারতের বিপক্ষে সেঞ্চুরি ছুঁইছুঁই ইনিংস খেলা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এ ম্যাচে ৫৯ রানের হার না মানা ইনিংস খেলে দলকে জয় এনে দেন।

বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে ৮.৩ ওভারে ২৯ রান দিয়ে ৩ উইকেট নেন সুমন খান। ১৯ বছরের প্রান্তে থাকা এই পেসার ভারতের বিপক্ষে তিনি তার বোলিংয়ে নেন ৪ উইকেট। এবারের আসরের জাতীয় লিগেও দারুণ ফর্মে ছিলেন তিনি। ইমার্জিং এশিয়া কাপের শুরুর ম্যাচে হংকংয়ের বিপক্ষেও তিনি ৪ উইকেট দখল করেন। এছাড়া তরুণ লেগ স্পিনার মিনহাজুল আফ্রিদি ১০ ওভারে ২৯ রান খরচায় ৩ উইকেট নেন।