অনুশীলনে ফিরলেন সাকিব আল হাসান

গত শনিবার কুঁচকির চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দলের সঙ্গে অনুশীলনে ব্যাটিং করেছেন তিনি। নেটে ব্যাটিংয়ের পর যোগ দেন মাঝমাঠে হওয়া ম্যাচ পরিস্থিতির অনুশীলনে। তবে এদিন বোলিং করেননি সাকিব।

উল্লেখ্য,গত ২৫ জানুয়ারি কুঁচকির চোটে পড়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে ৪ দশমিক ৫ ওভার বোলিং করেই মাঠ ছেড়েছিলেন সাকিব। পরে টানা কয়েক দিন বিশ্রামে ছিলেন তিনি। গত বৃহস্পতিবার স্ক্যান রিপোর্ট ভালো এলেও সতর্কতা হিসেবে শুক্রবার দিনটা বিশ্রামে কাটিয়েছেন তিনি। গত শনিবার অনুশীলনে ফিরে পেস, স্পিন বোলিংয়ের বিরুদ্ধে ব্যাটিং করেছেন তিনি।

আগামী ৩ ফেব্রুয়ারি শুরু হতে চলা প্রথম টেস্টের আগে সাকিব পুরোপুরি ফিট হয়ে যাবেন বলে আশা করা যাচ্ছে। উইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের এ সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটে ফিরবেন তিনি। আইসিসির দেয়া নিষেধাজ্ঞার কারণে দেশের হয়ে চারটি টেস্ট মিস করেছেন সাকিব।

Scroll to Top