অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে কোহলি

পিতৃত্বকালীন ছুটি শেষে আবারও মাঠে ফিরছেন বিরাট কোহলি। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে নিজের সেরাটা দিতে মরিয়া কোহলি। দেড় মাস পর আবার দলকে নেতৃত্ব দেবেন শুক্রবারের ম্যাচ থেকে।

ইংল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে সেঞ্চুরি পেয়ে গেলে পন্টিংকে ছাড়িয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক শতক হাঁকানো অধিনায়ক হবেন ডানহাতি এই ব্যাটসম্যান। বিশ্বের যেকোনও দেশের অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ৪২ সেঞ্চুরির মালিক হবেন কোহলি, যা হবে তার ২৮তম টেস্ট শতক। বতর্মানে পন্টিং আর কোহলির নামের পাশে অধিনায়ক হিসেবে ৪১টি সেঞ্চুরি রয়েছে।

উল্লেখ্য, ক্রিকেটে গত বছরটা ভালো যায়নি কোহলির। ১১ বছর পর প্রথমবার ওয়ানডেতে সেঞ্চুরি করতে পারেননি ২০২০ সালে। এবার সেই খরা কাটানোর সুযোগ। ইংল্যান্ডের বিপক্ষে চারটি টেস্ট, তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারত। করোনাভাইরাস মহামারীর পর প্রথমবার দেশটিতে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচ হবে চেন্নাইয়ে এবং শেষ দুটি আহমেদাবাদে।