করোনার ভ্যাকসিন নিলেন জাতীয় ফুটবল দলের কোচ

করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করলেন বাংলাদেশ ফুটবল দলের কোচিং স্টাফে থাকা তিনজন ব্রিটিশ নাগরিক। আজ সোমবার প্রধান কোচ জেমি ডে, সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টেকনিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মলি ভ্যাকসিন নিয়েছেন।

আজ দুপুর ১২টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) উপস্থিত হয়ে ভ্যাকসিন নেন তারা। এসময় উপস্থিত ছিলেন বাফুফের মেডিক্যাল কমিটির ডেপুটি চেয়ারম্যান ডা. মো. আলী ইমরান।

ফেব্রুয়ারিতে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরুর পর পরই স্ত্রীসহ ভ্যাকসিন নেন ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন। অপরদিকে, কয়েকদিন আগেই পরিবারসহ ভ্যাকসিন গ্রহণ করেন বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী।

এদিকে, টিকা দান নিশ্চিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে সাত শতাধিক ফুটবলারের তালিকা দিয়েছে বাংলাদেশ ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। এতে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন কয়েকদিনের মধ্যে পর্যায়ক্রমে ফুটবলারদের টিকা দেয়া হবে।