ত্রিদেশীয় টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করলো বাফুফে

নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্টকে সামনে রেখে ২৪ সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। এছাড়া স্ট্যান্ডবাই হিসেবে আরও ৭ ফুটবলারকে নেওয়া হয়েছে।

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন পাঁচ ফুটবলার। তারা হলেন- মেহেদি হাসান, মোহাম্মদ ইমন এবং মেহেদি হাসান, রিমন হোসেন এবং হাবিবুর রহমান সোহাগ। দল থেকে বাদ পড়েছেন রায়হান হাসান, মামুনুল ইসলাম এবং তপু বর্মণ।

এদিকে, এরই মধ্যে নেপালে তিন জাতির টুর্নামেন্টের সূচিও হয়ে গেছে। এই টুর্নামেন্টে নেপাল জাতীয় দল, কিরগিজস্তানের অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে খেলবে বাংলাদেশ। তিন দল ২৩, ২৫, ২৭ ও ২৯ মার্চ নিজেদের মধ্যে দুটো করে ম্যাচ খেলবে।

আগামী ১৩ মার্চ বাংলাদেশ ফুটবল দলের করোনা পরীক্ষা করা হবে। এরপর ১৪ মার্চ থেকে ক্যাম্প শুরু হবে। ট্রেনিং শেষে ২০ মার্চের দিকে জেমি ডে শিষ্যরা উড়াল দেবে নেপালের উদ্দেশ্যে।

বাংলাদেশ স্কোয়াড:

গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, আশরাফুল রানা ও শহীদুল আলম সোহেল।

ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, টুটুল হোসেন বাদশা, ইয়াসিন আরাফাত, রিয়াদুল হাসান, রহমত মিয়া, মোহাম্মদ ইমন, মেহেদী হাসান উজ্জ্বল ও হাবিবুর রহমান সোহাগ।

মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, মাশুক মিয়া জনি, সোহেল রানা, মোহাম্মদ আব্দুল্লাহ, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন।

ফরোয়ার্ড: মতিন মিয়া, মাহবুবুর রহমান সুফিল, সাদ উদ্দিন, সুমন রেজা, বিপলু আহমেদ ও মেহেদী হাসান রয়েল।