ওয়ানডে সিরিজের শুরুতেই হোঁচট খেলো ইংল্যান্ড

ইংলিশদের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজেও জয় পায় ভারত। গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই ইংলিশদের ৬৬ রানে হারিয়েছে ভারত। পুনেতে দিবারাত্রির ম্যাচে বিকেলে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারীরা। ব্যাট করতে নেমে ইংল্যান্ডের সামনে ৫ উইকেটে ৩১৮ রানের লক্ষ্য ছুড়ে দেয় স্বাগতিকরা।

ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৯৮ (১০৬) রান। অধিনায়ক বিরাট কোহলি করেন ৫৬ রান। ৪৩ বলে ৬২ রান করেন লোকেশ রাহুল। আর অভিষিক্ত ক্রুনাল পান্ডিয়ার খেলেন অভিষেকে দ্রুততম (২৬ বলে) অর্ধশতকের ৫৮( ৩১) ইনিংস। ইংল্যান্ডের হয়ে ৩টি উইকেট নেন আদিল রশীদ ও ২টি উইকেট নেন মার্ক উড।

ভারতের দেয়া রান তাড়া করতে নেমে অভিষিক্ত পেসার প্রসিধ কৃষ্ণার তোপে লণ্ডভণ্ড হয় ইংলিশদের শক্ত ব্যাটিং লাইন-আপ। শুরুতে জেসন রয়ের ৪৬, জনি বেইরষ্ট্রোর ৬৬ বলে ৯৭ রানের ইনিংসে ইংলিশদের জয়ের পথে রাখলেও মিডল অর্ডারের ব্যর্থতায় গোটা পঞ্চাশ ওভারও খেলা হয়নি সফরকারীদের। ৪২.১ ওভারে ২৫১ রানে সব উইকেট হারিয়ে হেরে যায় ৬৬ রানে। ভারতের হয়ে ৪ উইকেট নেন প্রসিধ কৃষ্ণা, ৩ উইকেট নেন শার্দুল ঠাকুর, ২ উইকেট নেন ভুবনেশ্বর কুমার আর ১ উইকেট নেন ক্রুনাল।