ইলমাজের হ্যাটট্রিকে জয় পেল তুরস্ক

বুরাক ইলমাজের হ্যাটট্রিকে ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে হল্যান্ডকে ৪-২ গোলে হারিয়েছে তুরস্ক। গত বুধবার ইস্তাম্বুলের আতার্কুক স্টেডিয়ামে ‘জি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দুই দল। ফেনকই ডি ইয়ং-ম্যাথিস ডি লিটদের মতো তারকা সম্বলিত দলকে পাত্তা না দিয়ে প্রথমার্ধে দুটি গোল তুলে নেয় স্বাগতিকরা।

ম্যাচের ১৫তম মিনিটে দলের ও নিজের প্রথম গোলটি করেন তুরস্কের অধিনায়ক ইলমাজ। ফ্রেঞ্চ দল লিলের এই ফরোয়ার্ড ম্যাচের ৩৪তম মিনিটের মাথা পেনাল্টির মাধ্যমে দ্বিতীয় গোল তুলে নেন।

ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই তৃতীয় গোল পায় তুরস্ক। এবার গোল আদায় করেন হাকান কালহানোগলু। এতে ৩-০তে এগিয়ে যায় তুরস্কের দলটি।ম্যাচের ৭৫ ও ৭৬তম মিনিটে ডেভি ক্লাসেন ও লুক ডি ইয়ং দুটি গোল তুলে নিলে জমে উঠে খেলা। যদিও ৮১তম মিনিটে হ্যাটট্রিক তুলে নেন ৩৫ বছর বয়সী ইলমাজ। ম্যাচের একেবারে অন্তীম লগ্নে এসে ব্যবধান কমানোর সুযোগ পায় ডাচরা। লিওর স্ট্রাইকার মেমফিস ডিপে শট নিলেও তুর্কী গোলরক্ষক উগরকান চাকির তা রুখে দেন। শেষ পর্যন্ত বড় হার নিয়েই মাঠ ছাড়তে হয় হল্যান্ডকে।