শ্রীলঙ্কা পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। গতকাল সোমবার দুপুর ১২ টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভাড়া করা বিমানে শ্রীলঙ্কার পথে উড়াল দিয়েছে দল।

উল্লেখ্য, ২০১৭ সালের পর শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। সর্বশেষ টেস্ট সিরিজে জয়ের সুখস্মৃতি আছে বাংলাদেশের। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে বাজে সময় পার করছে টাইগাররা। এবারের সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় মুমিনুলের দলের।

শ্রীলঙ্কার ক্যান্ডিতে আগামী ২১ এপ্রিল সিরিজের প্রথম ও একই ভেন্যুতে ২৯ এপ্রিল দ্বিতীয় এবং শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেট দল। প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা কোনো দল না দেওয়ায়, ২১ সদস্যের দল নিয়ে গেছে বাংলাদেশ। পরে ১৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবে বিসিবি। বাজে সময় পেছনে ফেলে এই সিরিজে ছন্দে ফেরার সংকল্প টিম লিডার খালেদ মাহমুদ সুজনের। আগামী ১৭-১৮ এপ্রিল নিজেদের মধ্যে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।