টস জিতে ব্যাটিংয়ে কলকাতা, এবারও একাদশে নেই সাকিব

আইপিএলের দ্বিতীয় পর্বে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান টানা তিন ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের একাদশে জায়গা পাননি। সংযুক্ত আরব আমিরাত পর্বের তিন ম্যাচের সবকয়টি ম্যাচেই তাকে ছাড়া মাঠে নেমেছে তার দল। চলতি আসরের ৩৮তম ম্যাচে আজ রোববার চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চেন্নাই রয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে, ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চারে কলকাতা।

ইতিমধ্যে দুই দলের মধ্যকার টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কলকাতার অধিনায়ক ইয়ন মরগান। এই ম্যাচেও একাদশে সুযোগ পাননি বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান।

কলকাতা নাইট রাইডার্স : শুবমান গিল, ভেঙ্কাটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, নিতিশ রানা, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, লকি ফার্গুসন, প্রসিধ কৃষ্ণ ও বরুণ চক্রবর্তী।

চেন্নাই সুপার কিংস : রুটুরাজ গাইকোয়াদ, ফাফ ডু প্লেসিস, মঈন আলী, আম্বাতি রাইডু, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, স্যাম বিলিংস, শার্দূল ঠাকুর, দীপক চাহাল ও জশ হ্যাজলউড।