দ্বিতীয় দিনেও চালকের আসনে বাংলাদেশ

মাউন্ট মঙ্গানুই টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে মাত্র ৭০ রানে নিউজিল্যান্ডের ৫ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও বাংলাদেশ দারুণ দিন কাটিয়েছে। প্রথম দিনেও শরিফুলরা আঁটসাঁট বোলিংয়ে কিউইদের লাগামছাড়া হতে দেননি।

নাজমুল হোসেন শান্ত ৬৪ রান করে ফিরলেও ৭০ রানে ক্রিজে আছেন ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি করা মাহমুদুল হাসান জয়। তার সঙ্গে ৮ রান নিয়ে ক্রিজে আছেন মুমিনুল হক।

প্রথম দিনই বাংলাদেশ চেপে ধরেছিল নিউজিল্যান্ডকে। আজ রবিবার (২ ডিসেম্বর) দ্বিতীয় দিনের শুরু থেকেই সেই ধারাবাহিকতা ধরে রাখে বাংলাদেশি বোলাররা। ফলে ৩২৮ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। জবাবে ব্যাটিংয়ে নেমে এখন পর্যন্ত দারুণভাবে ব্যাট করছে টাইগাররা।

প্রথমে ওপেনার সাদমান ইসলামের উইকেট হারালেও ফিফটির দেখা পেয়ে গেছেন নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল হাসান জয়। তবে শান্ত নিজের ইনিংসটা বড় করতে পারেননি। ওয়েগনারের ফুল লেন্থের আউট সুইং করা বলে গালিতে ধরা পড়েন দারুণ খেলতে থাকা্এই ব্যাটার। তৃতীয় সেশনও প্রায় শেষের দিকে ১০৯ বলে ৭ চার ও ১ ছয়ের মারে ৬৪ রান করে ফিরতে হয় সাজঘরে। তার আউটে ভেঙে যায় দ্বিতীয় উইকেটে ১০৪ রানের জুটি। ক্রিজে আসেন নতুন ব্যাটসম্যান অধিনায়ক মুমিনুল হক।

এর আগে শুরুতে দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় বাংলাদেশকে ভালো একটি শুরু এনে দেন। তাদের দুজনের জুটি থেকে এসেছে ৪৩ রান। আউট হওয়ার আগে ৫৫ বল মোকাবিলায় ২২ রান করেছেন সাদমান। নিল ওয়াগনারের বলে তার হাতেই ক্যাচ তুলে দেন এই ওপেনার।

Scroll to Top