আজ সিরিজ জয় নিশ্চিতে মাঠে নামবে তামিম-মিরাজ বাহিনী

ওয়েস্ট ইন্ডিজ সফরে টানা চার ম্যাচ হারের পর বাংলাদেশ দল জয়ের দেখা পেয়েছে। টেস্ট, টি-টোয়েন্টিতে নতজানু থাকলেও ২২ গজে বাংলাদেশ দলের দাপট ফিরল ওয়ানডে ফরম্যাটে নামতেই। প্রথম ওয়ানডেতে উইন্ডিজদের ৬ উইকেটে হারানো সফরকারী দলের সামনে এখন সিরিজ জয়ের হাতছানি।

গায়ানায় আজ বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে তামিম ইকবালের দল। আজ জিতলে এক ম্যাচ আগেই সিরিজ জয় নিশ্চিত হবে টাইগারদের। প্রভিডেন্স স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।

জয়ের স্বস্তি ফিরে আসায় বাংলাদেশের ড্রেসিংরুম এখন চাঙা। সিরিজ জয়ের মিশনে তৃতীয় ওয়ানডে পর্যন্ত অপেক্ষা করতে চান না মেহেদী হাসান মিরাজরা। আজই সিরিজ জিততে মুখিয়ে বাংলাদেশ দল।

গতকাল গায়ানায় অনুশীলনের পর সংবাদ সম্মেলনে মিরাজের কণ্ঠে সেই সুরই ধরা পড়ল, ‘শেষ ম্যাচ পর্যন্ত তো অপেক্ষা করতে পারব না। দ্বিতীয় ম্যাচ জিতলে একটু নির্ভার থাকতে পারব। বলা বাহুল্য, আমরা অবশ্যই জেতার জন্য খেলব।’

প্রথম ওয়ানডেতে ক্যারিবিয়ানরা ১৪৯ রানের বেশি যেতে পারেনি। বাংলাদেশের বোলিং তোপে চাপে ছিল স্বাগতিকরা। বড় হারের পর আজ নিশ্চিতভাবেই সিরিজ হার এড়াতে মুখিয়ে থাকবে নিকোলাস পুরানের দল।

উইন্ডিজদের কৌশল আজ কী হতে পারে সেটিও আলোচনা হয়েছে বাংলাদেশ শিবিরে, মিরাজ জানালেন, ‘ওরা ফিরে আসতে চাইবে। ওরা ফিরে আসলেও কীভাবে আসতে পারে, সেটা নিয়ে এরই মধ্যে কথা বলেছি। অধিনায়ক টিম মিটিংয়ে কথা বলেছেন। দিনের শেষে ভালো খেলা গুরুত্বপূর্ণ। সবাই নিজেদের কাজটা করতে পারলেই জিততে পারব।’

প্রক্রিয়া অনুযায়ী নিজেদের কাজ করতে হবে, সম্মিলিত পারফরম্যান্সও প্রয়োজন জয়ের জন্য। মিরাজের মতে, ‘জেতার জন্য প্রক্রিয়া অনুসরণ করতে হবে। ম্যাচ জিততে হলে প্রত্যেক বিভাগেই ভালো করতে হবে। মাথায় অবশ্যই ম্যাচ জেতার ভাবনা। এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।’

উল্লেখ্য, ২০১৮ সালের সফরেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিতেছিল বাংলাদেশ দল। আজ তামিম বাহিনী জিতলে টানা ১০ ওয়ানডেতে উইন্ডিজদের হারানোর গৌরব অর্জন করবে টাইগাররা।