কাতার বিশ্বকাপে টিকিট–চাহিদার শীর্ষে আর্জেন্টিনার ম্যাচ

কাতার বিশ্বকাপ কড়া নাড়ছে দরজায়। প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে হচ্ছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’–এর মঞ্চায়ন। বাড়ছে ফিফার টিকিট বিক্রিও।

কিছুদিন আগেই ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছিল, কাতার বিশ্বকাপের ২৪ লাখ ৫০ হাজার টিকিট বিক্রি হওয়ার কথা। আয়োজক কমিটি আজ আরও পাঁচ লাখ টিকিট বিক্রি হওয়ার কথা জানিয়েছে।

বিশ্বকাপের সব ম্যাচ ঘিরেই ফুটবলপ্রেমীদের আগ্রহ থাকবে, এটাই স্বাভাবিক। সব ম্যাচের টিকিটই বিক্রি হচ্ছে দেদার। তবে মেসির আর্জেন্টিনার প্রতি ফুটবলপ্রেমীদের আগ্রহটা একটু বেশিই। যে কারণে গ্রুপ পর্বের ম্যাচগুলোর মধ্যে আর্জেন্টিনা-মেক্সিকো ও আর্জেন্টিনা-সৌদি আরব লড়াইয়ের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। তথ্যটা জানিয়েছেন বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান নির্বাহী নাসের আল খাতার।

আল খাতার কাতার নিউজ এজেন্সিকে বলেছেন, ‘গ্রুপ পর্বে ২৬ নভেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা-মেক্সিকো আর ২২ নভেম্বর আর্জেন্টিনা-সৌদি আরবের ম্যাচ দুটির টিকিটের অনুরোধ ছিল সবচেয়ে বেশি।’

গ্রুপ পর্বের এ দুটি ম্যাচই হবে লুসাইল স্টেডিয়ামে। এই মাঠে একসঙ্গে খেলা দেখতে পারবেন ৮০ হাজার দর্শক। এই মাঠেই ১৮ ডিসেম্বর হবে বিশ্বকাপের ফাইনাল। বছরের শুরুতে অনলাইনে বিক্রির প্রথম পর্বেই আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচের সব টিকিট বিক্রি হয়েছিল। যদিও ঠিক কত টিকিট বিক্রি হয়েছিল, কর্তৃপক্ষ তা নির্দিষ্ট করে জানায়নি।

কাতার, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, সৌদি আরব, মেক্সিকো, আরব আমিরাত, ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানির নাগরিকেরা এ সময় টিকিট কিনতে সবচেয়ে বেশি সাড়া দিয়েছেন। কাতার বিশ্বকাপ শুরু হবে আগামী ২০ নভেম্বর।

বিশ্বকাপ শুরুর আগে ‘শেষ মুহূর্তে’ আরও টিকিট ছাড়া হবে। তবে এখনো দিন-তারিখ জানায়নি ফিফা। কাতার বিশ্বকাপে দেশটিতে ১০ লাখের বেশি ফুটবলপ্রেমীর সমাগম আশা করছে কাতার। আগামী ২০ নভেম্বর কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ।