আজ দেশে ফিরছেন সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী সাবিনারা

ফুটবল ইতিহাসে প্রথম বারের মতো বাংলাদেশ নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে। গত সোমবার শিরোপা নির্ধারণী ম্যাচে ঘরের মাঠে হিমালয়ের কন্যা খ্যাত নেপালকে ৩-১ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। সাবিনা খাতুনরা জাতিকে গর্বিত করেছেন; দেশের মানুষকে আনন্দের উপলক্ষ এনে দিয়েছেন। কীর্তিমান নারী ফুটবলারদের সাফল্যের খবরটি খুবই গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে দেশের গণমাধ্যম। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মিডিয়ায়ও এসেছে বাংলাদেশের সাফ চ্যাম্পিয়ন মেয়েদের খবর।

ভারতের আনন্দবাজার পত্রিকা সাবিনাদের চ্যাম্পিয়ন হওয়ার খবরটি বেশ গুরুত্ব দিয়েছে প্রকাশ করেছে। গণমাধ্যমটি খবরের শিরোনাম দিয়েছে ‘মহিলাদের সাফে বিজয়ী বাংলাদেশ, ভারতের আধিপত্য থামিয়ে ট্রফি জিতলেন সাবিনারা।’ এছাড়া পত্রিকাটি লিখেছে, সোমবার দশরথ স্টেডিয়ামে ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারাল বাংলাদেশ। পুরুষ দল আগে সাফ প্রতিযোগিতা জিতলেও মহিলা দল পারেনি। ভারতের কাছে ২০১৬ সালে ফাইনালে হেরেছিল তারা। অন্যদিকে সাফের অফিসিয়াল পেজে বাংলাদেশের জয়ের খবর রয়েছে। নেপালের কাঠমান্ডু পোস্টে বাংলাদেশের জয়ের খবরের চেয়ে নেপালের হারের বিষয়টি বড় করে ছাপা হয়েছে। তবে নেপাল নিউজ বাংলাদেশের মেয়ের জয়ের ছবি দিয়ে গুরুত্ব দিয়ে খবরটি ছেপেছে। সেখানে লেখা হয়েছে ‘বাংলাদেশ উইনস সাফ চ্যাম্পিয়নশিপ।’ ভারতের দ্য ব্রিজ মেয়েদের হাতে বাংলাদেশের পতাকাসহ ছবি দিয়ে খবর প্রকাশ করেছে। সেখানে তারা লিখেছে, ‘নেপালকে ৩-১ গোলে হারাল বাংলাদেশ।’ গোল নেপাল ডটকম ট্রফিসহ বাংলাদেশের মেয়েদের ছবি দিয়ে গুরুত্ব দিয়ে ছেপেছে খবরটি। সেখানে তারা লিখেছে, দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের শ্রেষ্ঠত্ব অর্জন করল বাংলাদেশ। এছাড়া সামাজিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের কীর্তিমান নারী ফুটবলারদের জয় উদযাপনের ছবি, ভিডিও ও কার্টুন প্রকাশ করেছে। সর্বত্র শুধুই সাবিনা খাতুনরা প্রশংসায় ভাসছেন। তাদের শৈল্পিক ফুটবলের গুণকীর্তন হচ্ছে।

যেখানে দেশের পুরুষ ফুটবল তলানিতে, সেই সময় ইতিহাসে প্রথম বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন মেয়েরা।

তাদের এ অর্জন সরকার প্রধান থেকে শুরু করে সব স্তরের মানুষই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বিদেশেও প্রশংসা কুড়াচ্ছেন বাংলাদেশের মেয়েরা। তারা দেশকে গর্বিত করেছেন। দেশের মান উজ্জ্বল করেছেন। সাফের চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ নারী দলের অধিনায়ক যে ট্রফি জিতেছেন, সেটি দেশের মানুষের জন্য। আজ নেপাল থেকে দেশে ফিরছেন চ্যাম্পিয়ন মেয়েরা। তাদের বরণ করে নেওয়ার অপেক্ষায় বাংলাদেশ।

Scroll to Top