টি-টোয়েন্টি বিশ্বকাপের ওপেনিং ম্যাচেই নামিবিয়ার চমক!

টি-টোয়েন্টি বিশ্বকাপের ওপেনিং ম্যাচেই চ্যাম্পিয়নদের হারিয়ে চমক দেখালো নামিবিয়া । দ্বিতীয়বার বিশ্বকাপ খেলতে এসেই এশিয়ার চ্যাম্পিয়নদের হারিয়ে দিলো আফ্রিকার দেশটি। এই জয়ের মধ্য দিয়ে থামল ২০১৪ সালের শিরোপাজয়ীদের জয়রথ। টানা পাঁচ ম্যাচ জয়ের পর হারলো শ্রীলঙ্কা।

গিলংয়ের কার্দিনিয়া পার্কে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সাত উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করেছিল নামিবিয়া। জবাব দিতে নেমে শ্রীলঙ্কা ১৯ ওভারে অলআউট হয়ে যায় ১০৮ রানে। ফলে ৫৫ রানে জয়ী হয় নামিবিয়া।

নামিবিয়ার বোলারদের দুর্দান্ত নিশানায় একে একে কুপোকাত হয়ে গেছেন লঙ্কান ব্যাটাররা, গড়তে পারেননি একটি ভালো জুটিও।

তবে ভানুকা রাজাপাকসে এবং দুশন শানাকা খানিকটা আক্রমণাত্মক হয়ে উঠলে তাদের উইকেটে থিতু হতে দেয়নি নামিবিয়ার বোলাররা।

রাজাপাকসে ফিরেছেন ২০ রানে এবং শানাকা ২৯ রানে। মূলত এই জুটির বিদায়ের পরই নামিবিয়ার কাছে জয় ছিল সময়ের ব্যাপার মাত্র।

এরপর চার চার জন ব্যাটার দুই অঙ্কের স্কোরের দেখা পাননি। তবে সারির শেষে থাকা মহেশ থিকসানা করেছেন ১১ রান।

এদিন নামিবিয়ার সব বোলারই দুর্দান্ত পারফর্ম করেছেন। দুটি করে উইকেট নেন ডেভিড ওয়াইজ, ব্রেন্ডন স্কলটজ, বেন শিকোঙ্গো, ইয়ান ফ্রাইলিংক, জেজে স্মিট।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ১৬৩ রান করে নামিবিয়া।

Scroll to Top