কোহলির অপরাজিত ১৬৬ শুভমানের ১১৬; ভারতের রান পাহাড়

জোড়া সেঞ্চুরিতে শ্রীলঙ্কার ওপর রানের বোঝা চাপিয়ে দিল ভারত। শুভমান গিলের পর বিধ্বংসী সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। তার অপরাজিত ইনিংসে ভর করে সিরিজের শেষ ওয়ানডেতে ৩৯০ রানের পাহাড় গড়েছে ভারত।

তিরুঅনন্তপুরমে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ৯৫ রানের উদ্বোধনী জুটি গড়েন রোহিত শর্মা আর শুভমান গিল। ৪২ রান করা রোহিতকে ফিরিয়ে জুটি ভাঙেন করুণারত্নে। শুভমান গিলের সঙ্গে যোগ দেন বিরাট কোহলি। দুজনেই ঝড়ের গতিতে রান তুলতে থাকেন। ৮৯ বলে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন শুভমান। শেষ পর্যন্ত ৯৭ বলে ১৪ চার ২ ছক্কায় ১১৬ রানে এই ওপেনারকে থামান কাসুন রাজিথা।

উইকেটে তখন দাপট দেখাচ্ছেন কোহলি। ৪৮ বলে করেছেন ফিফটি। এরপর সেঞ্চুরি তুলে নিলেন ৮৫ বলে ১০ চার ১ ছক্কায়। তিন অঙ্ক ছোঁয়ার পর আরো বিধ্বংসী হয়ে ওঠেন কোহলি। বাউন্ডারির তালিকায় যোগ হয় আরো তিনটি চার এবং ৭টি ছক্কা। ১১০ বলে ১৬৬* রানে অপরাজিত থাকেন কোহলি। এ ছাড়া শ্রেয়স আয়ার করেন ৩২ বলে ৩৮। ভারতের স্কোর দাঁড়ায় ৫০ ওভারে ৫ উইকেটে ৩৯০ রান।