ভুটানকে গোল বন্যায় ভাসাল মেয়েরা

সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে স্বাগতিক বাংলাদেশ উড়ন্ত সূচনা পেয়েছে। নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা রীতিমতো গোল বন্যায় ভাসিয়েছে।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে সোমবার ৮-১ গোলের জয় তুলে নেয় বাংলাদেশ।

ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ৪-০ গোলে এগিয়েছিল স্বাগতিক দল। দ্বিতীয়ার্ধে করে আরও চার গোলে। জোড়া গোল করেন তৃষ্ণা রানী ও থুইনু মারমা।

একটি করে গোল করেছেন সুলতানা আক্তার, সুরভী আখন্দ প্রীতি, মুন্নি আক্তার ও মোছা. সাগরিকা। ভুটানের পক্ষে ব্যবধান কমানো গোলটি করেন প্রিয়া ঘাল্লে।

পাঁচ দল নিয়ে আয়োজিত এই আসরে দক্ষিণ এশিয়ার দল বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে অংশ নিচ্ছে ইউরোপের রাশিয়াও।

নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার রাশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।