বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি

প্রথম দিনের খেলা শেষে, সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড- প্রথম ইনিংসে ১২.৪ ওভারে ৫৫/৫ (মিচেল ১২*, ফিলিপস ৫*, ব্লান্ডেল ০, উইলিয়ামসন ১৩, নিকোলস ১, ল্যাথাম ৪, কনওয়ে ১১); নিউজিল্যান্ড ১১৭ রানে পিছিয়ে।

বাংলাদেশ- প্রথম ইনিংসে ৬৬.২ ওভারে ১৭২/১০ (নাঈম ১৩*, শরিফুল ১০, তাইজুল ৬, মিরাজ ২০, সোহান ৭, দীপু ৩১, মুশফিক ৩৫, শান্ত ৯, মুমিনুল ৫, জয় ১৪, জাকির ৮)

আলোকস্বল্পতায় নির্ধারিত সময়ের প্রায় আধঘণ্টা আগেই প্রথম দিনের খেলা শেষ করতে বাধ্য হন আম্পায়াররা। সময়ের ঘাটতি পুষিয়ে নিতে দ্বিতীয় দিনের খেলা আগেভাগে শুরুর পরিকল্পনা ছিল। কিন্তু মিরপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে খেলা শুরু করতে দেরি হচ্ছে। পিচ কাভারে ঢাকা।

বুধবার প্রথম দিনের খেলা পুরো দিনজুড়ে চললো স্পিনারদের রাজত্ব। ১৫ উইকেটের মধ্যে ১৩টি পেয়েছেন তারা।

বাংলাদেশ শেষ সেশনের শুরুতে ১৭২ রানে অলআউট হয়। জবাবে ব্ল্যাকক্যাপরা ৫ উইকেট হারায় ৪৬ রানে।

মুশফিকুর রহিম অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডে আউট হওয়ার পর শুরু হয় বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়। আর ঘুরে দাঁড়াতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিক ব্যাটাররা।

মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতা পুষিয়ে দেন ৫ উইকেট নিয়ে। দিন শেষে নিউজিল্যান্ড করেছে ৫৫ রান। মিরাজ তিনটি উইকেট নেন, বাকি দুটি পান তাইজুল।

Scroll to Top