আজ শুরু বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-২০ সিরিজ, যেমন হতে পারে দুই দলের একাদশ

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা দল গেল বৃৃহস্পতিবার বাংলাদেশে এসেছিল। শুরুতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। যার প্রথমটি আজ (সোমবার) সন্ধ্যা ছয়টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বিপিএলের পর মাত্র তিনদিনের মাথায় এই ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। এ ম্যাচে কেমন হতে পারে টাইগার একাদশ তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।

টি-টোয়েন্টির এই সিরিজে নতুন করে ডাক পেয়েছেন জাকের আলি অনিক এবং মাহমুদউল্লাহ রিয়াদ। দুই জনেই মিডল অর্ডার ব্যাটার। ধারণা করা হচ্ছে দুজনই খেলবেন প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। লিটনের সঙ্গে ওপেনার হিসেবে দেখা যেতে পারে বিপিএলে ভালো করা নাঈম শেখ। তিনে অধিনায়ক শান্ত থাকছেন নিশ্চিতভাবেই। বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করা তাওহিদ হৃদয় তো থাকছেনই।

শেষের দিকে ব্যাট হাতে স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদীকে দেখা যেতে পারে। তিন পেসার তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলামের সাথে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দেখা যেতে পারে তাইজুল ইসলাম অথবা রিশাদ হোসেনকে।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাঈম শেখ, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।