pep1

প্রিমিয়ার লিগের সেরা কোচ পেপ গার্দিওলা

ইংলিশ প্রিমিয়ার লিগ ২০২৩-২৪ মৌসুমের সেরা কোচ নির্বাচিত হয়েছেন পেপ গার্দিওলা। পঞ্চমবারের মতো এই স্বীকৃতি পেয়েছেন ম্যানচেস্টার সিটি কোচ। সেরার পুরস্কার পেতে গার্দিওলা পেছনে ফেলেছেন আর্সেনালের মিকেল আরতেতা, লিভারপুলের সদ্য বিদায়ী কোচ ইয়ুর্গেন ক্লপ, অ্যাস্টন ভিলার উনাই এমেরি ও বোর্নমাউথ কোচ আন্দোনি ইরাওলাকে।

গার্দিওলা সেরার স্বীকৃতি কেন পেয়েছেন, তা এরই মধ্যে সবারই জানার কথা। চলতি মৌসুমে সিটিকে প্রিমিয়ার লিগের শিরোপা জিতিয়েছেন এই কোচ, এ নিয়ে টানা চারবার। ইংল্যান্ডের শীর্ষ স্তরের কোনো দলের টানা চার মৌসুম ট্রফি জয় এই প্রথম।

পুরস্কার জিতে গার্দিওলা বলেছেন, ‘এসব খেলোয়াড়ের কোচ হতে পেরে, দারুণ সব কোচ ও সাপোর্ট স্টাফদের সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত। টানা চার মৌসুম শিরোপা জেতা আমার ক্যারিয়ারের সবচেয়ে গৌরবান্বিত অধ্যায়। এটা বিশ্বের সবচেয়ে কঠিন লিগ, আমাদের প্রতিযোগীরা অবিশ্বাস্য ফুটবল খেলেছে।’

গার্দিওলার অধীন মোট ছয়বার লিগ শিরোপা জিতেছে সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে স্যার অ্যালেক্স ফার্গুসনের (১৩) পর দ্বিতীয় সর্বোচ্চ ট্রফি এখন গার্দিওলারই (৬)। মৌসুমের সেরা কোচের কীর্তিতেও গার্দিওলার ওপরে শুধু ফার্গুসন। ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ ফার্গুসন সেরার স্বীকৃতি পেয়েছেন ১১ বার।

ম্যানচেস্টার সিটির সঙ্গে গার্দিওলার চুক্তি আছে ২০২৫ সালের জুন পর্যন্ত। তবে দারুণ সময় কাটানোর পরও আগামী মৌসুমে সিটি ছাড়তে পারেন—এমন ইঙ্গিত দিয়ে রেখেছেন গার্দিওলা। বার্সেলোনা ও সিটিকে ট্রেবল জেতানো এই কোচ জানিয়েছেন, তিনি কিছুটা ক্লান্ত।

ইংলিশ প্রিমিয়ার লিগ ২০২৩-২৪ মৌসুমের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন ম্যানচেস্টার সিটির ফিল ফোডেন। সেটি ঘোষণা করা হয় গত সপ্তাহে। ২৩ বছর বয়সী ফোডেন এবারের লিগ মৌসুমে এখন পর্যন্ত ৩৫ ম্যাচ খেলে ২৭ গোলে সরাসরি অবদান রেখেছেন। নিজে গোল করেছেন ১৯টি, সতীর্থদের দিয়ে করিয়েছেন ৮টি।

Scroll to Top