riki ponting

ভারতের কোচ হচ্ছেন না, জানিয়ে দিলেন রিকি পন্টিং

আগামী জুনে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে চুক্তি শেষ রাহুল দ্রাবিড়ের। নতুন কোচ চেয়ে এরই মধ্যে বিজ্ঞপ্তি দিয়েছে দেশটির বোর্ড। এরই মধ্যে জাস্টিন ল্যাঙ্গার, স্টিফেন ফ্লেমিং, গৌতম গম্ভীর, রিকি পন্টিংদের নাম এসেছে আলোচনায়।

পন্টিং দাবি করেছেন, তার কাছে ভারতের কোচ হওয়ার আনঅফিসিয়াল প্রস্তাবও এসেছে। তবে আপাতত তিনি ভারতের হেড কোচ হওয়ার কথা ভাবছেন না। তিনি আইপিএলে কোচিং করাতে চান এবং বাকি সময়টা পরিবারকে দিতে চান বলে জানিয়েছেন।

সংবাদ মাধ্যমকে পন্টিং বলেন, ‘ভারতের কোচ নিয়োগ নিয়ে বেশ কিছু সংবাদ চোখে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম যুগে অনেক কিছুই মানুষ আগেভাগেই জেনে যায়। আইপিএলের সময় একজনের সঙ্গে আমার সরাসরি কথা হয়েছিল। তিনি কেবল আমার আগ্রহ আছে কিনা জানতে চেয়েছেন।’

কিন্তু এখনই জাতীয় দলের কোচিংয়ে ইচ্ছে নেই বলে উল্লেখ করেছেন পন্টিং, ‘জাতীয় দলের কোচ হতে অবশ্যই পছন্দ করবো। কিন্তু এখন যেভাবে চলছি তার সঙ্গে এটা ঠিক যাচ্ছে না। জাতীয় দলের কোচিং মানে আইপিএলে কোচিং করানো যাবে না, বছরের ১০-১১ মাস ওই দল নিয়েই ব্যস্ত থাকতে হবে। এটার জন্য আমি এখনই প্রস্তুত নই।’

পন্টিংয়ের মতো রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হেড কোচ ফ্লেমিংও জানিয়ে দিয়েছেন ভারতের কোচ হওয়ার জন্য আবেদন করেননি তিনি, ‘আমি আবেদন করিনি। করবও না। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ততায় আমি খুশি। কাজটা আমি উপভোগ করছি।’

Scroll to Top