babar

কোহলিকে ছাড়িয়ে চূড়ায় বাবর আজম

বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমেই ব্যাট হাতে সংগ্রাম করতে হল বাবর আজমকে। প্রথম বাউন্ডারি পেতে তাকে খরচ করতে হয়েছে ২৫টি বল। এরপর আরেকটি চার মেরে বাবর ছাড়িয়ে গেলেন বিরাট কোহলিকে। টি-টোয়েন্টি ক্রিকেটে এখন সবচেয়ে বেশি রান পাকিস্তান অধিনায়কের।

কোহলির রেকর্ড ছাড়িয়ে যেতে বাবরের দরকার ছিল মাত্র ১৬ রান। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে ধীরগতির ব্যাটিংয়ে ৪৩ বলে করেছেন ৪৪ রান।

কুড়ি-বিশের ক্রিকেটে এত দিন সবচেয়ে বেশি ৪ হাজার ৩৮ রান নিয়ে চূড়ায় ছিলেন কোহলি। এই রান করতে কোহলিকে খেলতে হয়েছে ১১০ ইনিংস। ১১৩ ইনিংসে তা ছাড়িয়ে গেলেন বাবর। তাঁর রান এখন ৪ হাজার ৬৭।

আগামী রবিবার গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। সেদিন অবশ্য বাবরকে পেছনে ফেলার সুযোগ আছে কোহলির সামনে। আর বাবরও সুযোগ পাবেন নিজের রান আরও বাড়িয়ে নিতে।

Scroll to Top