\’লিখে রাখুন, ২০১৮ বিশ্বকাপ জিতবে ব্রাজিল\’

বিশ্বকাপের এখনো বাকি পাক্কা এক বছর। স্বাগতিক রাশিয়া বাদ দিলে সবার আগে টিকেট নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের সবগুলো আসরে খেলা একমাত্র দলটি এবার নাকি হেক্সা জয়ের মিশন সম্পন্ন করে ফেলবে। এমন দাবি করেছেন দলটির লেফট উয়িং ব্যাক মার্সেলো।

প্লেয়ার্স ট্রিবিউনে সম্প্রতি একটি কলাম লিখেছেন রিয়াল মাদ্রিদের এই তারকা। তাতে ২০১৮ বিশ্বকাপের শিরোপা জেতার দৃঢ় বিশ্বাসের কথা জানিয়েছেন তিনি। মার্সেলো লিখেছেন, \’আমার শেষ একটি মিশন আছে। ২০১৮ সালের বিশ্বকাপে ব্রাজিল আগের রূপে ফিরতে যাচ্ছে। এটা লিখে রাখুন। … সত্যিই আমি বিশ্বাস করি, কোচ তিতেকে নিয়ে আমরা ব্রাজিলের পতাকাটাকে সর্বোচ্চ পর্যায়ে ফেরাতে পারবো।\’

কোচের তিতের অধীনে এখনো পর্যন্ত কোন ম্যাচ হারেনি ব্রাজিল। কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে সর্বশেষ ম্যাচে ড্র ছাড়া জিতেছে টানা সব ম্যাচ। কোচের প্রশংসায় পঞ্চমুখ তাই ব্রাজিলের অন্যতম সেরা ডিফেন্ডার, \’তিতে অসাধারণ একজন ব্যক্তি। তিনি দায়িত্ব নেওয়ার সময় আমাকে ডেকে বলেছিলেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি না যে, আমি তোমাকে ডাকবো কিন্তু যদি ডাকি, তুমি কি জাতীয় দলের হয়ে খেলতে ইচ্ছুক?’ আমি বলি, প্রফেসর আপনি যে আমাকে ডাকছেন আমার জন্য এটাই অনেক আবেগের বিষয়।\’

তিনি লেখেন, \’ওই ফোন কল আমার জন্য সবকিছু ছিল। এই প্রথম আমি জাতীয় দলের কোচের একটি ফোন পেয়েছিলাম। আমি ১১ বছর ধরে জাতীয় দলের হয়ে খেলছি। আমি তিতের জন্য খুনও করতে পারি। ছোট্ট একটি সোনার ট্রফি আমার দাদার কেবিনেটে রাখতে আমি যতখানি পারি তার সবটুকু করবো।\’

\"\"

২০১৪ সালের ঘরের মাঠে বিশ্বকাপ জেতার সুযোগ ছিলো ব্রাজিলের। সে দলে ছিলেন মার্সেলো নিজেও। কিন্তু সেমিফাইনালে জার্মানির কাছে ৭ গোল খেয়ে বিদায় নিতে হয় ব্রাজিলকে।

এই মুহূর্তে ব্রাজিলের মধ্যমাঠ ও আক্রমণভাগ সবচেয়ে তারকাবহুল। নেইমারের সঙ্গে আছেন ফিলিপ কুতিনহো, গ্যাবরিয়েল জেসুস, ফিরমিনো, উইলিয়ানরা। রক্ষণ সামলাতে ফর্মে আছেন থিয়াগো সিলভা, দানি আলভেজ, মার্সেলোরা।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ০৮ সেপ্টেম্বর  ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এস