টস জিতে ব্যাটিংয়ে সিলেট সিক্সার্স

পয়েন্ট টেবিলে দুই দলেরই অবস্থান একেবারে নিচের সারিতে। ৯ ম্যাচে ২ জয়ে খুলনা টাইটান্সের পয়েন্ট কেবল ৪। সিলেট সিক্সার্সের পয়েন্ট ৬। জিততে পারলে শেষ চারে যাওয়ার লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখতে পারবে নাসির হোসেন-অলক কাপালিদের দল।

খুলনা টাইটান্সের বিদায় বলতে গেলে একপ্রকার নিশ্চিত। এখন তাদের সামনে হারানোর কিছুই নেই। সেই মন-মানসিকতা নিয়েই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেট সিক্সার্সের মুখোমুখি হচ্ছে খুলনা টাইটান্স।

সমীকরণ সিলেটের জন্য কিছুটা কঠিনই বটে। তবুও জয়ের প্রত্যাশা নিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে টস করতে নামলেন অলক কাপালি এবং টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সিলেট সিক্সার্স।

আগের ম্যাচে খুলনার কাছে হারতে হয়েছিল সিলেটকে। ২১ রানে ওই ম্যাচে খুলনার কাছে হেরেই অনেকটা ছিটকে যেতে হয়েছে সিলেটকে। তবুও তাদের আশা টিকে আছে। যদি শেষ ৩টি ম্যাচ জেতা যায়, তাহলে অন্তত নিজেদের সম্ভাবনার দুয়ার হয়তো কিছুটা খুলতেও পারে। তবে সে জন্য অন্যদের দিকেও তাকিয়ে থাকতে হবে সিলেটকে।

Scroll to Top