কিংসমিড টেস্টের চাবি দ. আফ্রিকার হাতে

কিংসমিড টেস্টে ভালো অবস্থানে দক্ষিণ আফ্রিকা। ম্যাচের চাবি এখনও প্রোটিয়াদের হাতে। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার চেয়ে ১৭০ রানে এগিয়ে তারা।

প্রথম ইনিংসে ২৩৫ রানের জবাবে খেলতে নেমে মাত্র ১৯১ রানে সবকটি উইকেট হারায় সফরকারী শ্রীলঙ্কা।

এরআগে, আগের দিনের ১ উইকেটে ৪৯ রান নিয়ে খেলা শুরু করেন দুই লঙ্কান ব্যাটসমান করুণারত্নে ও ফার্নান্দো। কিন্তু ডেল স্টেইন বোলিং তোপে স্কোর বোর্ডে মাত্র ৪ রান যোগ করার পর সাজঘরে ফেরেন ফার্নান্দো।

পরে নিয়মিত উইকেট পতনে দরুণ ক্রিজে আসা-যাওয়ায় ব্যস্ত থাকে মেন্ডিস, সিলভা, ডিকওয়ালা\’রা। ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে একাই প্রতিরোধের চেষ্টা করেছিলেন কুশল পেরেরা। কিন্তু ব্যক্তিগত ৫১ রানে তিনি ফিরলে দুইশ রানের আগেই গুটিয়ে যায় লংকানরা।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৪৮ রানে ৪ উইকেট নেন স্টেইন।

৪৪ রান নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চার উইকেটে ১২৪ করেছে প্রোটিয়ারা। তাতে ১৭০ রানে এগিয়ে থেকে তৃতীয় দিনে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা।