কভিড-১৯ঃ হবিগঞ্জে আক্রান্ত বেড়ে ৯৫

হবিগঞ্জে নতুন করে আরো দুজনের শরীরে করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে। তাদের নিয়ে ৩০ দিনে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ জনে।

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল আজ সোমবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল রবিবার নতুন আক্রান্ত দুজনের মধ্যে একজন সোনালী ব্যাংক নবীগঞ্জ ব্রাঞ্চের কর্মচারী, অপরজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স। তারা নবীগঞ্জ উপজেলার বাসিন্দা।

ঢাকায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো নমুনা পরীক্ষায় এই দুজনের করোনা পজিটিভ এসেছে।

জেলা স্বাস্থ্য বিভাগের হিসেবে হবিগঞ্জে করোনা আক্রান্ত ৯৫ জনের মধ্যে ৪৫ জনই করোনা যোদ্ধা। তাদের মধ্যে চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মী ২৭ জন, একজন জেলা প্রশাসক (ডিসি), একজন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পাঁচজন পুলিশ সদস্যসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী ১৯ জন।

হবিগঞ্জে প্রথম আক্রান্ত ব্যক্তি ছিলেন নারায়ণগঞ্জ থেকে আসা ট্রাক চালক। তিনি সুস্থ হয়ে উঠেছেন।