শ্রীমঙ্গলে অহিংস দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্টিত

অরবিন্দ দেব, (মৌলভীবাজার প্রতিনিধি): বিশ্ব অহিংস দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর উদ্যোগে সকাল ১১ ঘটিকায় শ্রীমঙ্গল পেট্রোল পাম্প চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিশ্ব থেকে হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি, অসহিষ্ণুতা ও রক্তপাত বন্ধে বিশ্ববাসীকে সচেতন করতে প্রতিবছর ২ অক্টোবর বিশ্ব অহিংস দিবস পালন করা হয়।

পৃথিবীর অসহিষ্ণুতা, উত্তেজনা, সহিংসতা বন্ধে ভারতের স্বাধীনতা আন্দোলনের অবিসংবাদিত নেতা মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাই মহাত্মা গান্ধীর জন্মদিনকে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে পালন করা হয়।

অহিংস দিবস উপলক্ষে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) কো- অর্ডিনেটর সৈয়দ ছায়েদ আহমদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, মৌলভীবাজার জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরপদার, শ্রীমঙ্গল উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ আসলাম, শ্রীমঙ্গল উপজেলা জাসদ এর সভাপতি এলেমান কবির, মৌলভীবাজার জেলা ওর্য়ার্কাস পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য সৈয়দ আমিরুজ্জামান, শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিল মীর এমএ সালাম, শ্রীমঙ্গল উপজেলা ফারিয়ার সভাপতি দেবব্রত দত্ত হাবুল, শ্রীমঙ্গল পৌর আওয়ামীগের যুগ্ন সম্পাদক জহির উদ্দিন শামীম, পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) অ্যাম্বাসেডর কাজী আসমা।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মামুন আহমদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।