অপতথ্য রোধে টুলস চালুর ঘোষণা করলো এআই

নির্বাচনের সুষ্ঠুতা নিশ্চিত করতে বিশ্বের শীর্ষস্থানীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফার্ম ওপেনএআই অপতথ্য মোকাবিলায় সরঞ্জাম (টুলস) চালু করার ঘোষণা দিয়েছে।

চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠানটি এক ব্লগ পোস্টে বলেছে, ‘অপব্যবহার রোধ, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক কনটেন্টে স্বচ্ছতা প্রদান এবং সঠিক ভোটিং তথ্যের অ্যাক্সেস উন্নত করতে তারা কাজ করছে।’

পাকিস্তান, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নসহ বেশ কয়েকটি দেশে বিশ্বজুড়ে নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করে এমন ভুয়া খবর এবং অপতথ্যের হুমকির মধ্যে এই পদক্ষেপটিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) তাদের গ্লোবাল রিস্ক রিপোর্টে, এআই-চালিত অপতথ্যকে বিশ্ব অর্থনীতির জন্য ‘সবচেয়ে বড় স্বল্পমেয়াদী হুমকি’ হিসাবে ঘোষণা করেছে।

প্রযুক্তির ক্ষতিকর ব্যবহার বন্ধে চাটজিপিটি ও ডিএএলএল · ই, ওপেনএআই নির্বাচনের অখণ্ডতা রক্ষার জন্য সমস্ত স্টেকহোল্ডারদের আমন্ত্রণ জানাতে চেয়েছে।