বাংলাদেশের বিভিন্ন জেলার দর্শনীয় স্থান গুলো একনজরে

সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি উল্লেখযোগ্য পর্যটন স্থল। প্রতিবছর বাংলাদেশে বিপুল সংখ্যক দেশী বিদেশী পর্যটক বেড়াতে আসে। ভ্রমন পিপাসুদের জন্য নিচে বিভিন্ন জেলার দর্শনীয় স্থান গুলোর তালিকা তুলেধরা হলঃ

খুলনা জেলাঃ কবি কৃষ্ণচন্দ্র ইন্সটিটিউট, খানজাহান আলী সেতু, খুলনা বিভাগীয় জাদুঘর, জাতিসংঘ পার্ক, দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স, বীরশ্রষ্ঠ রুহুল আমিনের মাজার, রুপসা নদী, শহীদ হাদিস পার্ক, সুন্দরবন, খানজাহান আলী কর্তৃক খননকৃত বড় দীঘি, খুলনা শিপইয়ার্ড, গল্লামারী স্মৃতিসৌধ ও বদ্যভূমি, জাহানাবাদ বনবিলাস চিড়িয়াখানা ও শিশু পার্ক, তিতুমীর, পিঠাভোগ, প্রেম কানন।

বাগেরহাটের জেলাঃ চিলা চার্চ, সাবেক ডাঙ্গা পুরাকীর্তি, খানজাহানের বসতভিটা, কচিখালি, কটকা, কোদালামঠ, খান জাহান আলী (রঃ) এর মাজার, গোপাল জিউর মন্দির, দুবলার চর, মংলা বন্দর, ষাট গম্বুজ মসজিদ, এক গম্বুজ মসজিদ, কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর সমাধি, চন্দ্রমহল রনজিতপুর, চুনাখোলা মসজিদ, জমিদার ক্ষিতিষ চন্দ্রের বসতবাড়ির ধ্বংসাবশেষ, জিন্দাপীর মসজিদ, ঠান্ডাপীর মসজিদ, দশ গম্বুজ মসজিদ, বিবি বেগুনি মসজিদ, ব্রিটিশ সেনাদের পর্যবেক্ষণ টাওয়ার, মোরেলের স্মৃতিসৌধ, রণবিজয়পুর মসজিদ, রামজয় দত্তের কাছারিবাড়ি, রেজা খোদা মসজিদ।

কক্সবাজার জেলাঃ ইনানী সমুদ্র সৈকত, লাভনী সমুদ্র সৈকত, হিমছড়ি, আগভামেধা বুদ্ধ খেয়াং, আদিনাথ মন্দির (মহেশখালী উপজেলা), কালারমা মসজিদ, কুতুপালাং বুদ্ধ মন্দির, কুতুব আউলিয়ার সমাধি, পাটাবাড়ি বুদ্ধ খেয়াং, বীর কামলা দীঘি (কুতুবদিয়া উপজেলা), বুদ্ধের প্যাগোডা এক গম্বুজ মসজিদ, মাথিন কূপ (টেকনাফ উপজেলা), মানিকপুরেরে ফজল কুকের সাতগম্বুজ মসজিদ, রামকট হিন্দু মন্দির, রামকোট বুদ্ধ খেয়াং, লামাপাড়া বুদ্ধ খেয়াং (উখিয়া উপজেলা), শাহ ওমরের সমাধি (চকোরিয়া উপজেলা), হাসের দীঘি,

সাতক্ষীরা জেলাঃ জোড়া শিবমন্দির, সুন্দরবন, গুনাকরকাটি মাজার, চেড়াঘাট কায়েম মসজিদ, টাউন শ্রীপুর, তেঁতুলিয়া মসজিদ (তালা), নলতা রওজা শরীফ (কালিগঞ্জ), প্রবাজপুর মসজিদ, বুধহাটার দ্বাদশ শিবকালী মন্দির, বৌদ্ধ মঠ (কলারোয়া), মাইচম্পার দরগা, মান্দারবাড়ী সমুদ্র সৈকত (শ্যামনগর), মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্ট, (মন্টু মিয়ার বাগানবাড়ি), যশোরেশ্বরী মন্দির, (শ্যামনগর)
যিশুর গির্জা।

কুমিল্লা জেলাঃ আনন্দ বিহার, ধর্মসাগর দীঘি, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, বোটানিক্যাল গার্ডেন, ময়নামতি ওয়ার সেমেট্রি, ময়নামতি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও যাদুঘর, শালবন বিহার, নবাব ফয়জুন্নেসার বাড়ী (লাকসাম), ভাউকসার জমিদার বাড়ী (বরুরা), লালমাই পাহাড়, চণ্ডীমুড়া মন্দির, কুমিল্লা সেনানিবাস, বেওলাইনের মঠ (বরুরা) ,আদিনামুরা মাজার (বরুরা) , আদিনামুরা মাজার (বরুরা), দুতিয়া দিঘি, কুমিল্লা চিড়িয়াখানা।

রাঙ্গামাটি জেলাঃ সাজেক, নিরিবিলি রিসোর্ট, সাজেক মনোঘর, মনোআদাম, কাপ্তাই হ্রদ, রাজবন বিহার, ঝুলন্ত সেতু, রাজা জং বসাক খানের দীঘি ও মসজিদ, শুভলং ঝর্ণা, সাজক মনোঘর, মনোআদাম।

নোয়াখালী জেলাঃ গান্ধি আশ্রম, নিঝুম দ্বীপ, নোয়াখালী জেলা জামে মসজিদ, বজরা শাহী মসজিদ, মাইজদী কোর্ট বিল্ডিং দীঘি, ম্যানগ্রোভ বনাঞ্চল, শহীদ ভুলু স্টেডিয়াম।