ভূমিকম্পে কাঁপলো ইরানে

ফের কম্পন অনুভূত হল ইরানে। তবে এবার সেই কম্পনের মাত্রা ৫.৭ ম্যাগনিটিউড। দক্ষিণ-পশ্চিম ইরানে এই ভূমিকম্পের ফলে বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখা দিয়েছে ভাঙন। আহত হয়েছে চারজন।​

সংবাদ সংস্থা ইরনার খবর অনুযায়ী, তেহরানের ৪৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে খুজেস্তানের মসজিদ সোলেইমানে এই ভূমিকম্প হয়৷ এতে চার জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে৷

এক স্থানীয় প্রত্যক্ষদর্শী ইমান নজরপোর এক সংবাদমাধ্যমকে জানান, এই কম্পনে শহরের বেশ কয়েকটি বাড়িতে ভাঙন দেখা দিয়েছে৷ অন্য আরেক প্রত্যক্ষদর্শী রহিম জহেরি জানান, বেশ কিছু বাড়ি ভেঙেও পড়েছে ইতিমধ্যে৷

এর আগে তীব্র ভূমিকম্পে ফের কেঁপে ওঠেছে ইন্দোনেশিয়াও। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.১। তীব্র এই ভূমিকম্পের পরেই তীব্র আতঙ্ক তৈরি হয় গোটা দেশজুড়ে। ভূমিকম্পের পরপরই ফের আফটার শকের আশঙ্কায় জারি হয় হাই অ্যালার্ট। একই সঙ্গে গোটা দেশে সুনামি সতর্কতাও জারি করা হয়েছে।

রবিবার স্থানীয় সময় রাত নটার সময় দেশের উত্তরের মালুকুর টারনেট শহর থেকে ১২৯ কিলোমিটার দূরে তীব্র এই ভূমিকম্পটি আঘাত হানে। জানা গিয়েছে মলাক্কা সাগরে ছিল ভূকম্পনের কেন্দ্র । ফলে উপকূলীয় অঞ্চলে জারি হয়েছে বাড়তি সতর্কতা।

প্রবল কাঁপুনিতে রাস্তায় নেমে আসে বহু মানুষ। যদিও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। তবে বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে বলে জানা গিয়েছে।