ভারতে আর কোন দল থাকবে না : এক দেশ এক দল

ভারতে একদল থাকবে।এক ভাষার পর এবার কি তাহলে এক দেশ,এক দল চায় বিজেপি? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন,ভারতীয় গনতন্ত্রের বহুদলীয় সংসদীয় কাঠামো নিয়ে এবার প্রশ্ন তুললেন।

সম্প্রতি হিন্দি ভাষাকে একমাত্র রাষ্ট্র হিসাবে প্রস্তাব করেছিলেন অমিত।গত মঙ্গলবার একটি অনুষ্টানে অমিত বলেন,বহুদলীয় সংসদীয় ব্যবস্থা আসলে র্ব্যথ কি না।ওই ব্যবস্থা কি দেশবাসীর প্রত্যাশা পূরন করতে পেরেছে?এই সংসদীয় কাঠাম নিয়ে মানুষ হতাশ।

তিনি আরো বলেন,ভারতে ১৩০ কোটি মানুষ যদি এক ছাদের নিচে আসে তাহলে এই সরকার একটি নতুন ভারত মানুষকে উপহার দিতে পারবে।

এদিকে অমিতের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বীরোধী দল কংগ্রেস।

Scroll to Top