রাস্তায় প্রকাশ্যে মলত্যাগ করায় ভারতে পিটিয়ে ২ শিশু হত্যা

পৃথীবিতে এমন ঘটনা বিরল রাস্তায় প্রকাশ্যে মলত্যাগ করায় ভারতে মধ্যপ্রদেশে নিম্নবর্ণের দুই হিন্দু শিশুকে পিটিয়ে হত্যা করেছে উঁচুবর্ণের দুই হিন্দু যুবক।নিহত শিশু দুজনের নাম অবিনাশ বাল্মিকি (১০) ও রশ্মী বাল্মিকি (১২) বলে জানা গেছে। সম্পর্কে তারা ভাই-বোন।

তারা মধ্যপ্রদেশের শিবপুরি গ্রামের বাসিন্দা। গ্রামের ভাখেদি রোডে বুধবার সকালে তারা মলত্যাগ করার জন্য বসেছিল। ওইসময় দুজন যুবক এসে তাদের রাস্তা নোংরা করার অপরাধে পেটাতে শুরু করে। এক পর্যায়ে সংজ্ঞা হারিয়ে ফেলে তারা। পরে তাদের স্থানীয় জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

এ হত্যাকাণ্ডে জড়িত দুজনকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। পুলিশ আসামিদের নাম প্রকাশ করেনি, তবে সম্পর্কে তারা সহোদর বলে জানা গেছে।

স্থানীয় পুলিশের ডেপুটি সুপারিন্টেডেন্ট বিরেন সিং জানান, নিহত শিশু দুটি তাদের নানাবাড়িতে যাচ্ছিলো। এ সময় তাদের পায়খানার বেগ পেলে তারা ভাখেদি রোডের রাস্তার ধারেই বসে পড়ে। ঐ মুহূর্তে আততায়ী সেই উচ্চবর্ণের যুবক দুজন তাদের দেখে লাঠি নিয়ে মারতে শুরু করে।

বিরেন সিং আরও বলেন, ‘গ্রামে খোলা ময়দানে মলত্যাগ আগে থেকেই নিষিদ্ধ ছিলো। তবে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। পরবর্তী তদন্ত কার্যক্রম চলছে।‘ নিহত দুই শিশু হিন্দু সমাজের সংখ্যালঘু দলিত শ্রেণির (নিম্নবর্ণের) অন্তর্ভুক্ত। তাদের পরিবার জানিয়েছে, ঘরের ভেতর তাদের টয়লেট নেই।

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪ সালে ক্ষমতায় আসার পর ‘সৌচ ভারত মিশন’ নামে একটি প্রকল্প চালু করেন। প্রকল্পটির আওতায় ২০১৯ সালের ২ অক্টোবরের মধ্যে ভারতকে ‘খোলা পায়খানা মুক্ত’ করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। এ উদ্দেশ্যে মোদি সরকার প্রতিবছর সারা দেশে কোটি কোটি রুপি বরাদ্দ দিয়ে এসেছেন প্রতিটি বাড়িতে পাকা টয়লেট স্থাপন করার জন্য। কিন্তু প্রকল্পের বরাদ্দকৃত অর্থ জনগণের দ্বারে দ্বারে পৌঁছায়নি। দুদিন আগেই মোদির ‘সৌচ ভারত’ প্রকল্পে ২০০ কোটি পাউন্ড সহায়তা দানের ইচ্ছা প্রকাশ করেছে ‘বিল গেটস ও মেলিন্ডা ফাউন্ডেশন’।

উল্লেখ্য, গত বছরই দুজন উগ্র ডানপন্থী বিজেপি সমর্থক দলিত শ্রেণির সংগ্রামের ২০০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সম্মেলনে ইট-পাটকেল ছোঁড়ে। এ ঘটনার জেরে বড় ধরণের বিক্ষোভ মিছিল বের করে নিম্নবর্ণের সংখ্যালঘু গোষ্ঠীটি। পরে এ বিক্ষোভে অন্তত ১০ জন নিহত হয় সে সময়। এছাড়া গত বছরেরই নভেম্বরে তামিল নাড়ুর সালেম জেলায় ১৩ বছরের এক দলিত মেয়ের মাথা কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলার ঘটনা ঘটে বর্ণবাদী সহিংসতায়।

Scroll to Top