করোনা প্রতিরোধে ভারতে গোমূত্র পার্টি

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। ইতামধ্যে ২ জনের মৃত্যু হওয়ায় দেশজুড়ে আতঙ্ক বিরাজ করছে। আর তাতেই কিনা প্রাণঘাতী করোনাভাইরাস থেকে বাঁচতে গোমূত্র পার্টির আয়োজন করেছে ভারতের অখিল ভারতীয় হিন্দু মহাসভা নামে এক সংস্থা।

শনিবার (১৪ মার্চ) দিল্লিতে দলটির সদর দফতরে ‘গোমূত্র পার্টি’ অনুষ্ঠিত হয়। ওই পার্টিতে ২০০ জন গোমূত্র পান করেছে বলে জানা যায়।

দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার দেশটির রাজধানী দিল্লিতে হিন্দু মহাসভা গোমূত্র পার্টির আয়োজন করে।

ওই পার্টিতে আসা ওম প্রকাশ নামে একজন বলেন, আমরা ২১ বছর ধরে গোমূত্র পান করছি। আমরা গোবর দিয়ে স্নানও করি। আমাদের কখনো বিদেশি ওষুধ কেনা প্রয়োজন মনে হয়নি।

অল ইন্ডিয়া হিন্দু ইউনিয়নের প্রধান চক্রপানি মহারাজকে গতকালের পার্টিতে ‘করোনার ব্যঙ্গ’ করা আঁকা ছবিতে গরুর মূত্র খাইয়ে দিচ্ছেন এমন ভাবে ছবি তুলতে দেখা গেছে।

সংস্থাটি জানিয়েছে, তারা ভারত জুড়ে গোমূত্র পার্টির আয়োজন করতে চান।

এদিকে প্রাণঘাতী করোনা ভাইরাসে ইতিমধ্যে বিশ্বব্যাপী দেড় লাখের মত মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছেন ৫ হাজারের বেশি মানুষ। ১৩০টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। ভারতেও এই ভাইরাসে ১০০ জনের মত আক্রান্ত হয়েছেন।