ভারতে করোনায় একদিনে সর্বোচ্চ রেকর্ড আক্রান্ত, মৃত্যু ৫৪৩ জন

ভারতে একদিনে দেড় হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে। করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ শুরুর পর থেকে গত ২৪ ঘণ্টায় ভারতে রেকর্ড সংখ্যক নতুন রোগী শনাক্ত হয়েছে

সারাবিশ্বে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। লাফিয়ে লাফিয়ে বাড়ছে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। নিস্তার নেই ভারতেরও। করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ শুরুর পর থেকে গত ২৪ ঘণ্টায় ভারতে রেকর্ড সংখ্যক নতুন রোগী শনাক্ত হয়েছে। একদিনে নতুন শনাক্ত রোগীর সংখ্যা ১৫৫৩ জন। এর জেরে ভারতে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ১৭ হাজার ২৬৫ জনে।

এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৫শ ৪৭ জন। করোনা টেস্টের সংখ্যা বাড়ানোর সঙ্গে সঙ্গে নতুন রোগী শনাক্তের সংখ্যাও প্রতিদিন বাড়ছে।

১৯ এপ্রিল পর্যন্ত দেশটিতে পরীক্ষা করা হয়েছে মোট ৪ লাখ ১ হাজার ৫৮৬টি নমুনা। এখন দিনে ৩০ হাজারের বেশি নমুনা পরীক্ষা করছে দেশটি। সংক্রমণের দিক থেকে এগিয়ে মহারাষ্ট্র ও গুজরাট।