ফের হংকংয়ে করোনা রোগী শনাক্ত

হংকংয়ে দুসপ্তাহ পর আবারো করোনা রোগী শনাক্ত করা হয়েছে। রোববার দেশটির দ্যা সেন্ট্রাল ফল হেলথ প্রটেকশন সিএইচপি এ বিষয়টি নিশ্চিত করে। এতে করে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৫ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪ জন।

এর আগে মে মাসের ১৪ তারিখে করোনা রোগী শনাক্ত করা হয় যেখানে ৬২ বছর বয়সী একজন পুরুষ আক্রান্ত হন। নতুন আক্রান্ত দুজনের একজন ৩৪ বছর বয়সী নারী আরেকজন ৫৬ বছর বয়সী পুরুষ।

দুজনেরই কোথাও ভ্রমণের রেকর্ড নেই। দুজনেই স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছে। আক্রান্ত নারী খাদ্যগুদামে ফুড লেবেলিং এর কাজ করত। ওই খাদ্যগুদামের ২৫ জন কর্মচারী ও তিন জন স্বাস্থ্যকর্মী যারা করোনা আক্রান্ত ব্যক্তির সংশস্পর্ষে ছিলেন তাদের ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে রাখা হয়েছে।