এক নজরে দেখে নিন ভারতের সামরিক শক্তি

লাদাখ সীমান্তে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের পর দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা যেন হঠাৎ বহুগুণ বেড়ে গেছে। দুটি দেশেরই বিপুল অস্ত্রসম্ভার রয়েছে এবং এসব অস্ত্রশস্ত্র বেশ আধুনিক। গত ২০ বছর ধরে দুটি দেশ শুধু নিজেরাই সমরাস্ত্র তৈরি করেনি, একই সঙ্গে অস্ত্র আমদানিও করেছে।

বিশেষ করে ভারত পরপর পাঁচ বছর বিশ্বের সবচাইতে বেশি অস্ত্র আমদানিকারক দেশের স্থান দখল করেছিল। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইসরায়েল থেকে তারা অনেক অত্যাধুনিক অস্ত্র এনেছে। তারা নিজেরাও বিদেশি প্রযুক্তি এনে নিজেরা অস্ত্র তৈরি করেছে। একইভাবে চীন রাশিয়া থেকে কিছু অস্ত্র কিনেছে, কিন্তু বেশিরভাগ অস্ত্র তারা এখন নিজেরা উৎপাদন করে। অত্যাধুনিক অস্ত্র দুপক্ষেরই আছে এবং দুই দেশ একে অপরকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে।

এক নজরে ভারতের সামরিক শক্তি

বিশ্বের দেশগুলোর মধ্যে সামরিক শক্তির ব়্যাঙ্কিংয়ে চার নম্বরে রয়েছে ভারত। তিন নম্বরে চীন।
ভারতের সেনাসদস্য ১৪ লাখ ৪৪ হাজার, রয়েছে ২১ লাখ রিজার্ভ সৈন্য
ভারতের প্রতিরক্ষা বাজেটের আকার ৬১০ কোটি ডলার
ভারতের এয়ারক্রাফট রয়েছে ২ হাজার ১২৩টি।
ভারতের যুদ্ধজাহাজ রয়েছে ২৮৫টি।
ভারতের যুদ্ধবিমান রয়েছে ৫৩৮টি৷
ভারতের হেলিকপ্টার আছে ৭২২টি
ভারতের ট্যাংক ৪ হাজার ২৯২টি৷
ভারতের সাঁজোয়া যানবাহনের সংখ্যা ৮ হাজার ৬৮৬টি
ভারতের স্বয়ংক্রিয় আর্টিলারি আছে ২৩৫টি
ভারতের ফিল্ড আর্টিলারি রয়েছে ৪ হাজার ৬০টি
ভারতের রকেট প্রজেক্টর রয়েছে ২৬৬টি
ভারতের সাবমেরিন রয়েছে মাত্র ১৬টি
ভারতের বিমানবাহী জাহাজ একটি
ভারতের ডেস্ট্রয়ার রয়েছে ১০টি
১৩টি রয়েছে ফ্রিগেট ভারতের
ভারতের রণতরি রয়েছে ১৯টি
ভারতের উপকূলীয় টহল ১৩৯
ভারতের বিমানবন্দর রয়েছে ৩৪৭টি
ভারতের নৌবন্দর ও টার্মিনাল রয়েছে মোট ১৩টি।
: গ্লোবাল ফায়ার পাওয়ার