করোনাঃ এবার ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে জনপ্রিয় মুসলিমফেস্ট

উত্তর আমেরিকার মুসলিমদের সর্ববৃহৎ ও প্রিয় উৎসব ‘মুসলিমফেস্ট’ এ বছর ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। করোনা ভাইরাসের কারণে জনসমাগম এড়াতে আগামী ১৭-১৯ জুলাই কানাডার জনপ্রিয় উৎসবটি এবার ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।

মুসলিমদের শিল্প, সংস্কৃতি ও বিনোদন নিয়ে প্রতি বছর হাজার দর্শকের সামনে কানাডার মিসিসাগা সেলিব্রেশন স্কয়ার অনুষ্ঠিত হত। কিন্তু এবার তা সম্পূর্ণ ভিন্ন ভাবে অনলাইনে অনুষ্ঠিত হবে। এবারের উৎসবটির সার্বিক সহযোগিতায় থাকবে ইসলামিক সোসাইটি অব নর্থ আমেরিকার ।

মুসলিমফেস্ট উৎসবটি ২০০৪ সালে দাওয়ানেট ও সাউন্ড ভিশনের যৌথ উদ্যোগে যাত্রা শুরু করে। বর্তমানে এটি নর্থ আমেরিকার সর্ববৃহৎ অনুষ্ঠান।
: এবাউট ইসলাম