ফের করোনা টেস্টে পজিটিভ ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো

গোটা বিশ্বেই তাণ্ডব চালাচ্ছে মহামারী করোনা। দ্বিতীয়বারের মতো করোনাভাইরাস টেস্টে পজিটিভ হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো। সপ্তাহ খানেক আগে তার করোনা ধরা পড়ে। বুধবার তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।

বর্তমানে জেইর বলসোনারো ব্রাসিলিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদে কোয়ারেন্টাইনে আছেন। সেখান থেকে ফেসবুক লাইভে তিনি জানান, দ্বিতীয় টেস্টে তার করোনা সংক্রমণ ধরা পড়েছে।

বলসোনারোর বয়স এখস ৬৫। করোনার ক্ষেত্রে এ বয়সের মানুষ বেশি ঝুঁকিতে থাকেন। তবে তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন। জেইর বলসোনারো বলেন, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। আমি ভালো আছি। আমার শরীর কোনো উপসর্গ নেই। প্রথম করোনা ধরার পর থেকে আমি ম্যালেরিয়া প্রতিরোধী ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার করছি।

আমি কাউকে কোনো পরামর্শ দিচ্ছি না। আমাদের চিকিৎসকের পরামর্শে এ ওষুধ গ্রহণ করছি। আপনারা আপনাদের চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ গ্রহণ করুন।