মহামারী করোনা: সারা দেশে বিধিনিষেধ আরোপ করলো দক্ষিণ কোরিয়া

মহামারী করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত গোটা বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনও কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব। এদিকে, দক্ষিণ কোরিয়ায় নতুন করে বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। এমন পরিস্থিতিতে শুধু সিউলে করোনাভাইরাসের বিধিনিষেধ আরোপ করেছিল দক্ষিণ কোরিয়া। এবার তা গোটা দেশে জারি করলো সরকার।

গত ১৬ আগস্ট থেকে সিউলে কঠোরভাবে সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। ক্লাব, বার ও ইন্টারনেট ক্যাফেও বন্ধ ছিল এবং দর্শক ছাড়াই ক্রীড়া ইভেন্টের অনুমোদন দেওয়া হয়েছে। ইনডোর ইভেন্টে জনসমাবেশ ৫০ জনের মধ্যে সীমিত রাখতে বলা হয়েছে এবং খোলা জায়গায় তা সর্বোচ্চ একশ জন।

স্বাস্থ্যমন্ত্রী পার্ক নিউং-হু বলেছেন, এই বিধিনিষেধগুলো এখন থেকে সারা দেশে মেনে চলতে হবে। অবশ্য যেসব প্রদেশে আক্রান্তের সংখ্যা অনেক কম, সেখানে বিধিনিষেধ বাধ্যতামূলক না হলেও তা মানার পরামর্শ দেওয়া হয়েছে।

Scroll to Top