কাশ্মীর ইস্যুতে ইমরান খানকে দুষলেন পাকিস্তানি নেতা ফজলুর রহমান

অপরূপ সৌন্দর্যের আধার কাশ্মীর ইস্যুতে অদক্ষতা এবং অঞ্চলটির জন্য যথোপযুক্ত নীতি নির্ধারণে ব্যর্থ হওয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন প্রশাসনের কড়া সমালোচনা করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা ফজলুর রহমান।

গত বছর ভারত কর্তৃক জম্মু ও কাশ্মীরের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর থেকে ভারতের বিরুদ্ধে কাশ্মীর ইস্যুতে লড়াই করতে ব্যর্থ হওয়ায় প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি ক্ষোভ প্রকাশ করেন ডানপন্থি এই রাজনীতিবিদ।

সম্প্রতি পেশোয়ারে নিজের সমর্থকদের সামনে মাওলানা ফজলুর রহমান বলেন, ভারত কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাখ্যান করে কৌশলগতভাবে অঞ্চলটিকে তার অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে ঘোষণা করেছে। আমরা গতকাল কী ভেবেছিলাম আর আজ আমরা কী ভাবছি? গতকাল আমরা ভাবছিলাম কীভাবে শ্রীনগর নিয়ে নেব, আর আজ আমরা ভাবছি কীভাবে মোজাফফরাবাদকে রক্ষা করব।

এরকম অদক্ষ ও অযোগ্য সরকারের অধীনে পাকিস্তান আর চলতে পারে না বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

ইমরান কানের ‘স্বৈরাচারী’ শাসনব্যবস্থার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে মাওলানা ফজলুর রহমান দাবি করেন যে, তার দল দেশে আইন ও সংবিধানের শাসন প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ।

জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের প্রথম বার্ষিকী গত ৫ আগস্ট পালন করেছে ভারত।