চীনের ১০ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি বাতিল করল সৌদি!

পাকিস্তানের সঙ্গে পরম সখ্যতায় বহুদিন ধরেই রয়েছে চীন। আর সেই সখ্যতার জেরে সৌদির থেকে ধার করা অর্থ শোধের জন্য পাকিস্তানকে টাকা দিতে পিছপা হয়নি শি জিনপিংয়ের দেশ। এদিকে পাকিস্তানের ওপর বেজায় চটে থাকা সৌদি চীনকেও মোক্ষম জবাব দিতে ছাড়ছে না!

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর কথায় সায় না দেওয়ায় উল্টে শক্তিধর সৌদির ওপর রাগ দেখায় দেশটি। এরপরই সৌদি চেপে ধরে পাকিস্তানকে। আন্তর্জাতিক আইনি পথে পাকিস্তানকে দেওয়া ঋণের অর্থ শোধ চায় সৌদি। সেই ঋণের টাকা জোগাতে পাকিস্তানকে চীনের দিকে তাকাতে হয়। এমন অবস্থায় পাকিস্তানকে চীন সাহায্য করতেই সৌদি আরবের চক্ষুশূল হয়েছে চীনও!

পাকিস্তান পর্বের পরই সৌদি আরবের বড় তেল কোম্পানি অ্যারামকোর সঙ্গে চীনের ১০ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হয়েছিল আগে। আর সেই চুক্তিকে সাম্প্রতিককালে বাতিল করেছে সৌদি আরব। কথা ছিল, সৌদির তেল কোম্পানি অ্যারামকো একটি পরিশোধনাগার ও একটি পেট্রোক্যামিকেল কম্প্লেক্স চীনে গড়ে তুলবে। তার জন্যই প্রস্তুতি চলছিল। তবে সৌদির পদক্ষেপে তা আঘাত পেয়েছে।

সৌদির পদক্ষেপে চীনের ব্যবসায়িক দিকে যে ধাক্কা লেগেছে তা বলাই বাহুল্য। তবে আপাতভাবে সৌদির তেল কোম্পানি জানিয়েছে, করোনার আবহে বিশ্বজুড়ে তেলের চাহিদা কমে যাওয়ায় তারা এমন পদক্ষেপ নিয়েছে।
: ওয়ান ইন্ডিয়া ও দ্য ইকোনমিক টাইমস