অপহরণকারীদের কবল থেকে উদ্ধারের পর পুলিশের কোলে খিলখিলিয়ে হাসছে শিশু, ছবি ভাইরাল

পুলিশ কর্মকর্তাদের সাথে হাসিমুখের এই শিশুর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এই ছবিটি আইপিএস আধিকারিক স্বাতী লাকরা এই ছবিটি তাঁর ট্যুইটার অ্যাকাউন্টে ছবিটি শেয়ার করেছেন।

হায়দরাবাদ পুলিশ ছবিটি রিট্যুইট করেছে। এরপর ছবিটি ১৭০০-এর বেশি ইউজার শেয়ার করেছেন।

ছবিতে যাকে দেখা যাচ্ছে তিনি নামপল্লীর এসএইচও আর সঞ্জয় কুমার। তাঁর হাতে যে শিশুটিকে দেখা যাচ্ছে তাকে অপহরণ করা হয়েছিল। ফুটপাতে ঘুমিয়েছিলেন শিশুটির মা। রাত তিনটে নাগাদ তাঁর কাছ থেকে ফৈজান খান নামে চার মাসের শিশুটিকে অপহরণ করা হয়। শিশুটির বা হামিরা বেগম (২১) পেশায় ভিক্ষুক। ফুটপাতেই থাকেন। কিন্তু পুলিশ ১৫ ঘন্টার মধ্যেই শিশুটিকে উদ্ধার করে।

মহম্মদ মুস্তাক (৪২) এবং মহম্মদ ইউসুফ (২৫) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ শিশুটিকে উদ্ধার করে।

এসএইচও আর সঞ্জয় কুমার জানিয়েছেন, ভোর চারটের সময় ঘুম থেকে উঠে সন্তানকে দেখতে না পেয়ে হামিরা পুলিশের দ্বারস্থ হন। এরপর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ অপহরণকারীদের হদিশ পায়। জেরায় ধৃতরা পুলিশকে জানিয়েছে, রহমান নগরে তাদের এক শাগরেদের কাছে শিশুটিকে বেচে দেওয়ার ছক কষেছিল তারা। খবর- এবিপি আনন্দের

বাংলাদেশ সময় : ১৮০৪ ঘণ্টা, ১০ অক্টোবর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ

Scroll to Top