ইরানের যেকোনো হামলার হাজার গুণ জবাব দেবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের ইরানকে হুঁশিয়ারি বার্তা দিলেন। সোমবার ট্রাম্প প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, ইরানের যেকোন হামলা মোকাবেলায় এক হাজার গুণ বেশি মাত্রার জবাব দেওয়া হবে। গত জানুয়ারিতে নিহত দেশটির শীর্ষ জেনারেল কাশেম সোলাইমানি প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেছে তেহরান এমন খবর প্রকাশের পর তিনি হুঁশিয়ারি দেন।

ট্রাম্প টুইটারে লিখেছেন, সংবাদমাধ্যমে তথ্য মতে, সন্ত্রাসী নেতা সোলাইমানি হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করে থাকতে পারে ইরান। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের যেকোনো ধরনের হামলা মোকাবেলা করতে দেশটির ওপর এক হাজার গুণ বেশি মাত্রার হামলা চালানো হবে।

গত ২ জানুয়ারি মার্কিন হামলায় প্রাণ হারান মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাবশালী সামরিক কমান্ডার কাসেম সোলাইমানি। ইরানের বিশেষ বাহিনী রেভ্যুলশনারি গার্ডের অভিজাত বাহিনী কুদস ফোর্সের প্রধান ছিলেন তিনি। বিগত বছরগুলোতে মধ্যপ্রাচ্যে ইরানি প্রভাব বিস্তারে বারবারই তার নাম আলোচনায় আসছিলো। এর আগেও তাকে হত্যা চেষ্টা করেছিলো যুক্তরাষ্ট্র।
: টাস