জম্মু-কাশ্মীর চীনের অংশ, বলছে টুইটার

জম্মু ও কাশ্মীর হল ভারতের কেন্দ্র শাসিত অঞ্চল যা এতদিন সতন্ত্র রাজ্য ছিলো। কিন্তু এই অঞ্চলটি প্রধানত হিমালয় পার্বত্য অঞ্চলে অবস্থিত। তবে জম্মু-কাশ্মীরকে চীনের অংশ বলে দেখাচ্ছে টুইটারের লোকেশন সার্ভিস। বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে। তবে এখনও এ ব্যাপারে টুইটারের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইন্ডিয়ান টাইমসের প্রকাশিত খবরে বলা হয়েছে, ভারতের প্রখ্যাত সাংবাদিক নীতিন গোখলে দেশটির কেন্দ্র শাসিত অঞ্চল লাদাখের লেহ-র ওয়ার মেমোরিয়াল পরিদর্শনে যান।

সেখান থেকে তিনি একটি টুইটার লাইভ করেন। তখন জিও লোকেশন হিসেবে দেখায় ‘লেহ-পিপসল রিপাবলিক অফ চায়না’। এই স্ক্রিনশট টুইটারে শেয়ার করেন সাংবাদিক।

উল্লেখ্য, লেহ শহর থেকে চার কিলোমিটার দূরে লেহ-কার্গি যাওয়ার রাস্তায় এই স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে। ভারত-পাকিস্তান যুদ্ধে যে সব জওয়ান নিহত হয়েছেন তাদের স্মৃতিকে সম্মান দিতে এই সৌধ নির্মাণ করা হয়। আর এই স্থানকে চীনের অংশ বলে দেখাচ্ছে টুইটার।