গন্তব্যে পৌঁছার আগেই মাঝ আকাশে যাত্রীবাহী বিমান ছিনতাইয়ের চেষ্টা!

সন্ত্রাসীরা ইরানের অভ্যন্তরীণ রুটের একটি যাত্রীবাহী বিমান ছিনতাইয়ের চেষ্টা করে। কিন্তু দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র দৃঢ়তায় ছিনতাইয়ের চেষ্টা ব্যার্থ হয়েছে।

গতকাল শুক্রবার আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১০টা ১০ মিনিটে ইরান এয়ারের একটি ফকার ১০০ যাত্রীবাহী বিমান ইরানের দক্ষিণাঞ্চলীয় আহওয়াজ বিমানবন্দর থেকে পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের উদ্দেশে উড্ডয়ন করে।

মাঝ আকাশে বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করা হলে এটি পথিমধ্যে জরুরিভিত্তিতে ইস্পাহান বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানের নিরাপত্তার দায়িত্ব থাকা আইআরজিসি’র সেনারা ছিনতাইয়ের চেষ্টা করার জন্য এক ব্যক্তিকে আটক করে। বিবৃতিতে বলা হয়, ছিনতাইয়ের প্রচেষ্টাকারী ব্যক্তি বিমানটিকে পারস্য উপসাগরের দক্ষিণে অবস্থিত কোনো আরব দেশে নিয়ে যেতে চেয়েছিল।

আইআরজিসি আরো বলেছে, বিমানটির সব যাত্রী নিরাপদে রয়েছেন এবং তাদেরকে অন্য একটি বিমানে গন্তব্যে পৌঁছে দেয়া হয়েছে। বিমান ছিনতাইয়ের চেষ্টার কারণ অনুসন্ধানের জন্য দেশটি ব্যাপক তদন্ত শুরু করেছে। এ ঘটনায় বাইরের কোনো দেশের হাত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদ সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া