ভারতে পালানো মিয়ানমার পুলিশ সদস্যের মুখে সেনা সরকারের বর্বরতা

দক্ষিণ-পূর্ব এশিয়ার রাষ্ট্র মিয়ানমার থেকে পালিয়ে একাধিক বার্মিজ পুলিশ ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নিয়েছেন। জানা গেছে, মিয়ানমারের সেনাবাহিনীর আদেশ মানবেন না, তাই পুলিশ সদস্য ও কর্মকর্তারা অভ্যুত্থান না মেনে দেশটি থেকে পালিয়ে ভারতে প্রবেশ করেছেন।

এর মধ্যে আন্দোলনকারীদের ওপর চালানো সেনা সরকারের বর্বরতার চিত্র ফাঁস করেছেন ভারতে পালিয়ে যাওয়া এক বার্মিজ পুলিশ। তিনি বলেন, বিক্ষোভকারীরা সরে না গেলে তাদের ওপর সেনাবাহিনী জোর করে গুলি চালানোর বর্বর নির্দেশ দিয়েছে।

বর্তমানে ভারতের মিজোরামে অবস্থান করা থা পেং নামের ওই পুলিশ সদস্যের দাবি, সেনাবাহিনীর নির্দেশ মানতে না পারায় চাকরি ছেড়ে ভারতে পালিয়ে যান তিনি। ভারতের কাছে তাকে ফেরত চেয়ে চিঠি পাঠানোর পর থেকে নিরাপত্তাহীনতাই আছেন।

উল্লেখ্য, গেল ১ ফেব্রুয়ারি মিয়ানমার সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে। এ ঘটনায় সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে সারাদেশে। পুলিশের গুলিতে এ পর্যন্ত অর্ধশতাধিক বিক্ষোভকারী মারা গেছে। এরপরেও দমিয়ে যায়নি আন্দোলন, ক্রমেই বেগবান হচ্ছে প্রতিরোধ।