ভারত সফর বাতিল করলেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা

দক্ষিণ এশিয়ার রাষ্ট্র ভারত সফর বাতিল করেছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। এর আগে ভারত সফর বাতিল করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

চীন-ভারত সম্পর্ক নিয়ে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিক বিষয়ে এই সফরে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার কথা ছিল নরেন্দ্র মোদি প্রশাসনের। তবে করোনাভাইরাসের দ্বিতীয় তরঙ্গের কারণে তা থেমে গেল।

এদিকে জাপানে করোনা সংক্রমণ ব্যাপকভাবে বেড়ে গেছে। ভারতেও প্রতিদিনই রেকর্ড সংক্রমণ হচ্ছে। বিষয়গুলো বিবেচনা করেই ভারত সফর স্থগিত রেখেছেন জাপানের প্রধানমন্ত্রী।

চলতি মাসের ২৫ এপ্রিল ভারতে আসার কথা ছিল বরিস জনসনের। ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে জনসনকে আমন্ত্রণ জানিয়েছিল ভারত সরকার। ওই সময় ব্রিটেনে নতুন বৈশিষ্ট্যের করোনা জেঁকে বসায় শিডিউল ঠিক রাখতে পারেননি বরিস জনসন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে তিন লাখ ১৫ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে দুই হাজার এক শতাধিক মানুষ।